Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৬ ১৪৩২, বুধবার ০২ জুলাই ২০২৫

বলিউড অভিনেতা কিরণ কুমার করোনায় আক্রান্ত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৩, ২৪ মে ২০২০

প্রিন্ট:

বলিউড অভিনেতা কিরণ কুমার করোনায় আক্রান্ত

করোনার থাবা বসেছে সবখানেই। কেউই বাদ পড়ছেন না এই ভাইরাসের হাত থেকে। এবার করোনায় আক্রান্ত হলেন বলিউডের অভিনেতা কিরণ কুমার। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা নিজেই জানিয়েছেন তিনি।

এই অভিনেতার করোনার উপসর্গ দেখা দিলে ১৪ মে থেকে কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। তার সঙ্গে পুরো পরিবার কোয়ারেন্টিনে রয়েছেন। তবে তার করোনার উপসর্গ দেখা দেওয়ার পরও জ্বর বা গলা ব্যথা কোনোটাই নেই।

করোনা পজিটিভ হওয়ার পর ১০ দিন কেটে গেছে, তাও তার শরীরে কোনও উপসর্গ নেই বলে জানান কিরণ কুমার।

কিরণ কুমার বলেছেন, ‘আমার কোনও লক্ষণই ছিল না। আমি এক হাসপাতালে গিয়েছিলাম মেডিক্যাল চেক আপের জন্য। করোনার পরীক্ষা সেখানে আবশ্যক ছিল। তাই আমারও পরীক্ষা হয়। পরীক্ষার ফল হাতে আসার পর জানতে পারি আমি করোনাভাইরাসে সংক্রমিত। কিন্তু আমার আগেও কোনও লক্ষণ ছিল না।

ক্যারিয়ারে কিরণ কুমার বহু বিখ্যাত টিভি শো-তে অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছে জিন্দেগি, ঘুটন, সাহিল, মঞ্জিল, অউর ফির একদিন ইত্যাদি। তার অভিনীত ছবির মধ্যে রয়েছে তেজাব, ধারকান, জানি দুশমন, ববি জাসুস ইত্যাদি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer