Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, রোববার ০৬ জুলাই ২০২৫

বলিউডের ছবিতে অভিনয় করবেন ওয়াসিম আকরাম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৬, ২৮ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

বলিউডের ছবিতে অভিনয় করবেন ওয়াসিম আকরাম

ঢাকা :ক্রিকেট তারকাদের অভিনয়ে আসা নতুন কোনো ঘটনা নয়। এ ধারায় এবার যোগ হলো আরেকটি নাম। পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ওয়াসিম আকরাম বলিউডের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন।

আরব নিউজ প্রকাশনা গালফ নিউজের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপজয়ী পাকিস্তান ক্রিকেট দলের সাবেক পেসার ওয়াসিম আকরাম একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ছবির নাম ‘মানি ব্যাক গ্যারান্টি’ ছবিটি প্রযোজনা করবেন ফয়সাল কোরেশি। আকরাম খান ছাড়াও এ ছবিতে অভিনয় করবেন ফাওয়াদ খান, গোহর রাশিদ, মিকাল জুলফিকার ও কিরণ মালিক প্রমুখ।

এ ছবিতে ওয়াসিম আকরাম ক্রিকেট কোচ হিসেবে দেখা যাবে। এই ছবিতে বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের কোচের দায়িত্ব পালন করবেন তিনি। ছবিটির শুটিং হবে লন্ডনে। আগামী বছর এটি মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে।