Bahumatrik :: বহুমাত্রিক
 
২১ আষাঢ় ১৪২৭, রবিবার ০৫ জুলাই ২০২০, ১১:২৯ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে করণীয় জানতে চায় শিল্পকলা একাডেমি


১২ জুন ২০১৯ বুধবার, ১১:০৫  পিএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে করণীয় জানতে চায় শিল্পকলা একাডেমি

গাজীপুর: ‘বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন-২০২০’ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কী করতে পারে সে পরামর্শ চেয়ে দেশের ৬৪টি জেলায় নির্দিষ্ট ফরম বিতরণ করছেন প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি, গাজীপুর এর সভাপতি জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুুমায়ূন কবীর নিজ কার্যলয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একাডেমির জেলা কালচারাল অফিসার শারমীন জাহান ওই ফরম জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করেন।

এ সময় অন্যনোর মধ্যে আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) দিদারে আলম মুহাম্মদ মাকসুদ চৌধুরী ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) স্টাফ করোসপন্ডেট আতাউর রহমান। এছাড়াও ফরম পূরণকারীর কাছে আরও দুটি তথ্য জানতে চাওয়া হয়েছে। তা হচ্ছে, ‘বঙ্গবন্ধুকে শ্রদ্ধাজ্ঞাপন করে মুজিববর্ষে (১৭ মার্চ ২০২০-১৭ মার্চ ২০২১) আমার বিশেষ শুভকাজ ---’ ও ‘২০৪১-এ উন্নত দেশ গড়তে এবং বিশ্বকে সুন্দর করে গড়ে তুলতে আমার প্রস্তাব----’।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।