Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, শনিবার ০৫ জুলাই ২০২৫

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজির ৩ বছরের কারাদণ্ড

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৭, ১ মার্চ ২০২১

প্রিন্ট:

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজির ৩ বছরের কারাদণ্ড

দুর্নীতির দায়ে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

সোমবার এই রায় ঘোষণা করা হয়। এছাড়া তার সাবেক দুই আইনজীবীকেও তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায় ঘোষণার আদালত জলেন, নিকোলা সারকোজিকে বাড়িতে বন্দি করে রাখা হবে। তাকে ইলেকট্রনিক ট্যাগও দিতে হবে।

তবে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা বলেছেন সারকোজি।