Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৮ ১৪৩২, শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫

প্রাবন্ধিক ফরহাদ খান আর নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৮, ১ অক্টোবর ২০২১

প্রিন্ট:

প্রাবন্ধিক ফরহাদ খান আর নেই

প্রাবন্ধিক, লেখক ও গবেষক ফরহাদ খান আর নেই। শুক্রবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন।

ফরহাদ খান বাংলা একাডেমির সাবেক পরিচালক। তিনি ১৯৭৩ সালে বাংলা একাডেমিতে যোগ দেন। বাংলা একাডেমির ভাষা-সাহিত্য, সংস্কৃতি ও পত্রিকা বিভাগের পরিচালক ছিলেন ফরহাদ খান। ২০০২ সালে এই পদ থেকে অবসরে যান তিনি।

ফরহাদ খানের গ্রন্থের মধ্যে রয়েছে- প্রতীচ্য পুরাণ, শব্দের চালচিত্র, বাংলা শব্দের উৎস অভিধান, চিত্র ও বিচিত্র, হারিয়ে যাওয়া হরফের কাহিনি, বাঙালির বিবিধ বিলাস, নীল বিদ্রোহ (যৌথ অনুবাদ), গল্প শুধু গল্প নয় (শিশুতোষ গল্প)। বাংলা একাডেমি ছোটদের অভিধানসহ কয়েকটি বই সম্পাদনায় যুক্ত ছিলেন তিনি।

প্রবন্ধে সামগ্রিক অবদানের স্বীকৃতি হিসেবে ফরহাদ খান ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার ২০১৯’ লাভ করে। ফরহাদ খানের জন্ম ১৯৪৪ সালের ২৩ ডিসেম্বর। পৈতৃক নিবাস কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা গ্রামে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে বিএ (অনার্স) ও এমএ পাস করেন ফরহাদ খান। ১৯৭০ সালে কুষ্টিয়ার কুমারখালী কলেজে শিক্ষকতা দিয়ে তার কর্মজীবন শুরু।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables