Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৮ ১৪৩২, রোববার ১৪ সেপ্টেম্বর ২০২৫

পেঁয়াজ সংকট সাময়িক: কাদের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৩, ১৫ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

পেঁয়াজ সংকট সাময়িক: কাদের

ঢাকা : পেঁয়াজের দাম বাড়ার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খুবই দ্রুতই দুটি দেশ থেকে পেঁয়াজ আনা হচ্ছে, দাম স্বাভাবিক হবার আশাবাদের কথাও জানান তিনি।

শুক্রবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ওবায়দুল কাদের।তিনি বলেন, আমাদের দেশের সমস্যা হলো যখন কোনো কিছুর দাম বাড়ে তখন এক শ্রেণির ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার জন্য দাম বাড়িয়ে দেয়।

তিনি আরও বলেন, কারা এই অস্বাভাবিক দামবৃদ্ধির জন্য দায়ী তা সরকার ক্ষতিয়ে দেখছে। এই সংকট সাময়িক।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables