Bahumatrik :: বহুমাত্রিক
 
৯ আষাঢ় ১৪২৮, বুধবার ২৩ জুন ২০২১, ১১:১১ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

নিখিলের সঙ্গে সহবাস করেছি, বিয়ে নয়: নুসরাত


০৯ জুন ২০২১ বুধবার, ০৩:০৯  পিএম

বহুমাত্রিক ডেস্ক


নিখিলের সঙ্গে সহবাস করেছি, বিয়ে নয়: নুসরাত

বিয়ে নিয়ে বিতর্কের মাঝে নীরবতা ভাঙলেন টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান।তিনি জানিয়েছেন, নিখিলকে বিয়েই করেননি তিনি। তাই বিচ্ছেদের প্রশ্নই উঠে না।

২০১৯ সালে তুরস্কে বিয়ে হয়েছিল নিখিল-নুসরাতের। সেই প্রসঙ্গ টেনে নুসরাত জানালেন, তুরস্কের বিবাহ আইন অনুসারে এই অনুষ্ঠান অবৈধ। উপরন্তু হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে করা উচিত। যা এ ক্ষেত্রে মানা হয়নি। ফলত, এটা বিয়েই নয়।

বুধবার একটি বিবৃতি জারি করে নিজের যুক্তি প্রকাশ্যে এনে নুসরাত বলেন, ‘নিখিলের সঙ্গে আমি সহবাস করেছি। বিয়ে নয়। ফলে বিবাহ-বিচ্ছেদের প্রশ্নই ওঠে না’। ইনস্টাগ্রাম প্রোফাইলে নুসরাত আরও লিখেছেন, ‘যে নারী সব শুনেও নীরব থাকেন, এ রকম পরিচয়ে পরিচিত হব না আমি’।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।