Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

নতুন লোগো’তে ইন্সটাগ্রাম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১১, ১২ মে ২০১৬

আপডেট: ১৪:১৫, ১২ মে ২০১৬

প্রিন্ট:

নতুন লোগো’তে ইন্সটাগ্রাম

ঢাকা: উন্মুক্তের পাঁচ বছর পর ফেসবুকের ফটো শেয়ারের অ্যাপ ইন্সটাগ্রাম নতুন লোগো নিয়ে হাজির। ডিজাইন এক্সপার্ট স্টিভেন হেলারের মতে, লোগোটি অনেকের চোখে খুবই নগন্য।

১১ মে ইন্সটাগ্রামের প্রধান নির্বাহী কেভিন সিসট্রম এই অ্যাপে লোগোর আনুষ্ঠানিক ঘোষণা দেন।

মুল লোগোর সাথে বুমেরাং, হাইপারলেপ্স এবং ইন্টারফেসও নতুন ডিজাইন সংযুক্ত করা হয়েছে। অনেক ব্যবহারকারি এই লোগো পছন্দ করছেনা এবং পুরানো লোগোটি ফিরিয়ে আনার অনুরোধও করেছে।

তবে ইন্সটাগ্রাম জানিয়েছে, নতুন ডিজাইনটি আরও উজ্জ্বল এবং রঙিন করা হয়েছে, যা কিনা এই অ্যাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables