Bahumatrik :: বহুমাত্রিক
 
১৪ জ্যৈষ্ঠ ১৪২৭, বৃহস্পতিবার ২৮ মে ২০২০, ২:১০ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

দুই দফা পরিবর্তনের পর টাইগারদের বিশ্বকাপ জার্সি চূড়ান্ত


০২ মে ২০১৯ বৃহস্পতিবার, ০৯:৪৩  পিএম

বহুমাত্রিক ডেস্ক


দুই দফা পরিবর্তনের পর টাইগারদের বিশ্বকাপ জার্সি চূড়ান্ত

ঢাকা : দুই দফা পরিবর্তন করে আসন্ন বিশ্বকাপের জন্য টাইগারদের জার্সি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চূড়ান্ত হওয়া সবুজ জার্সিতে বুকে থাকবে লাল রং। যার ওপর সাদা অক্ষরে লেখা থাকবে বাংলাদেশ। এছাড়া টাইগারদের লাল রংয়ের জার্সিতে পরিবর্তন এসেছে। নতুন জার্সিতে বুকের সঙ্গে হাতায় থাকছে সবুজ রং।

এক বিবৃতিতে বিসিবি জানায়, পূর্বের সবুজ জার্সিতে লাল রংয়ের অক্ষরে দেশ ও খেলোয়াড়ের নাম এবং সংখ্যা প্রিন্ট করে আইসিসির অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল।

বিবৃতিতে বলা হয়, আইসিসির পক্ষ থেকে সাদা রংয়ের অক্ষরে দেশ ও খেলোয়াড়ের নাম এবং সংখ্যা লেখার পরামর্শ দেয়া হয়। ‘সেই অনুযায়ী লাল রংয়ের অক্ষরের পরিবর্তে সাদা রংয়ের অক্ষর বসানো হয়।’

সবুজ জার্সিতে লাল রং না থাকায় জার্সি উন্মোচনের পরই শুরু হয় ব্যাপক সমালোচনা। সমালোচনার মুখে জার্সির নকশা পরিবর্তন করে বিসিবি। প্রথম দফা পরিবর্তনে জার্সির হাতায় লাল রং থাকলেও চূড়ান্ত নকশায় কেবল বুকেই থাকছে লাল রং।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।