Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ১৩ ১৪৩২, শুক্রবার ২৯ আগস্ট ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সংবর্ধনা আয়োজনে নিষেধাজ্ঞা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৭:৫৫, ১৩ মে ২০২৫

আপডেট: ০৭:৫৫, ১৩ মে ২০২৫

প্রিন্ট:

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সংবর্ধনা আয়োজনে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব সরকারি-বেসরকারি কলেজে শিক্ষার্থীদের অর্থায়নে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের বোঝা কমাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এসএসসির খাতা মূল্যায়নে অনীহায় পরীক্ষকদের শাস্তিএসএসসির খাতা মূল্যায়নে অনীহায় পরীক্ষকদের শাস্তি
গতকাল সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সত শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, পরিচালনা পর্ষদের সভাপতি ও সংশ্লিষ্টদের কাছে পাঠিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটি পূর্বনির্ধারিত সময়েই থাকবেশিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটি পূর্বনির্ধারিত সময়েই থাকবে
চিঠিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের বিভিন্ন অঞ্চলে দরিদ্র, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সন্তানরা উচ্চশিক্ষা গ্রহণ করে তাই সব কলেজে শিক্ষার্থীদের ব্যয়ভার কমানো উচিত। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা যখন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন, তখনো এ নির্দেশনা কার্যকর থাকবে। এছাড়া প্রজ্ঞাপনে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষা ফি, ভর্তি ফি, সেশন ফি এবং অন্যান্য নির্ধারিত ফিয়ের অতিরিক্ত অর্থ আদায় করা থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables