Bahumatrik :: বহুমাত্রিক
 
১৯ চৈত্র ১৪২৬, শুক্রবার ০৩ এপ্রিল ২০২০, ৬:৩০ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

চেন্নাইয়ে সিনেমার শুটিংয়ে দুর্ঘটনায় নিহত ৩


২০ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার, ১১:০১  এএম

বহুমাত্রিক ডেস্ক


চেন্নাইয়ে সিনেমার শুটিংয়ে দুর্ঘটনায় নিহত ৩

ভারতের চেন্নাইয়ে খ্যাতনাম পরিচালক ও অভিনেতা কমল হাসানের একটি সিনেমার শুটিং চলাকালে ভয়াবহ দুর্ঘটনায় তিনজন সহকারী পরিচালক নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে চেন্নাইয়ের ইভিপি ফিল্ম সিটিতে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির

চেন্নায়ইয়ের এক পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, ‌‘ইন্ডিয়ান-২’ সিনেমার শুটিং চলাকালে ১৫০ ফুট উঁচু ক্রেনের উপরে থাকা লাইটের সেটআপ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তাতে চাপা পড়েই কয়েকজন আহত হন। তাদের মধ্যে হাসপাতালে তিনজনের মৃত্যু হয়।

১৯৯৬ সালের ‌`ইন্ডিয়ান` সিনেমার সিক্যুয়েল নির্মিত হচ্ছে `ইন্ডিয়ান-২`। অ্যাকশন ও থ্রিলার এ রাজনৈতিক ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে কমল হাসানকে।  ছবিটি পরিচালনা করছেন শঙ্কর। তিনি অক্ষত আছেন। তবে দুর্ঘটনার সময় কমল হাসান শুটিং সেটের পাশেই ছিলেন। তিনি আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কমল হাসান বলেন, একসঙ্গে তিন সহকর্মীকে হারানো মেনে নেওয়া কঠিন। সৃষ্টিকর্তা তাদের পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি দিক।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।