Bahumatrik :: বহুমাত্রিক
 
৭ অগ্রাহায়ণ ১৪২৬, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০১৯, ২:৫৯ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

চারুকলায় কালিদাস কর্মকারের মরদেহে শ্রদ্ধা


২১ অক্টোবর ২০১৯ সোমবার, ১১:১৬  এএম

বহুমাত্রিক ডেস্ক


চারুকলায় কালিদাস কর্মকারের মরদেহে শ্রদ্ধা

ঢাকা : প্রথিতযশা চিত্রশিল্পী কালিদাস কর্মকারের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ প্রাঙ্গণে নেয়া হয়েছে। সেখানে তার মরদেহের প্রতি শিল্পী, চারুশিক্ষক ও চারুশিক্ষার্থীরা ফুলেল শ্রদ্ধা জানান।সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘর থেকে তার মরদেহ চারুকলা প্রাঙ্গণে নেয়া হয়।

বেলা ১১টায় কালিদাস কর্মকারের মরদেহ চারুকলা অনুষদ থেকে নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় দুপুর ১টা পর্যন্ত নাগরিক শ্রদ্ধানুষ্ঠান হবে।শুক্রবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কালিদাস কর্মকার। ওইদিন দুপুরে তাকে ঢাকার বাসা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ল্যাবএইড হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

১৯৪৬ সালে ফরিদপুর শহরের নিলটুলীতে জন্মগ্রহণ করেন কালিদাস কর্মকার। তিনি তৎকালীন ঢাকা আর্ট ইনস্টিটিউট থেকে দুই বছরের সূচনা কোর্স শেষ করে ১৯৬৯ সালে কলকাতায় সরকারি আর্ট কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে চারুকলায় স্নাতক করেন। তার একক চিত্র প্রদর্শনীর সংখ্যা এ দেশের চারুশিল্পীদের মধ্যে সর্বাধিক, দেশে বিদেশে এ শিল্পীর ৭১টি চিত্র প্রদর্শনী হয়।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

Netaji Subhash Chandra Bose
BRTA
Bay Leaf Premium Tea

শিল্প-সংস্কৃতি -এর সর্বশেষ