
ছবি- সংগৃহীত
করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন স্বাধীনবাংলা দলের কৃতি ফুটবলার নওশেরুজ্জামান। সোমবার রাত সাড়ে ৯টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসাপাতাল সূত্রে জানা গেছে, ইবনে সিনায় এক সপ্তাহেরও বেশি লাইফ সাপোর্টে থাকলেও নওশেরুজ্জামানের অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। শেষ পর্যন্ত অক্সিজেন স্যাচুরেশন শুন্যতে নেমে এলে সোমবার রাতে শেষঃনিশ্বাস ত্যাগ করেন তিনি।
এদিকে তার স্ত্রীও করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন আরেক হাসপাতালে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-পরিজন ও গুণগ্রাহী রেখে গেছেন। স্বজনরা জানিয়েছেন, ঢাকায় নামাজে জানাজা শেষে তার মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি চাঁদপুরে।