Bahumatrik :: বহুমাত্রিক
 
২১ অগ্রাহায়ণ ১৪২৯, সোমবার ০৫ ডিসেম্বর ২০২২, ২:০০ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

চট্টগ্রাম-কক্সবাজার ও বরিশালে বিমান চলাচল শুরু


২৫ অক্টোবর ২০২২ মঙ্গলবার, ০২:২৭  পিএম

বহুমাত্রিক ডেস্ক


চট্টগ্রাম-কক্সবাজার ও বরিশালে বিমান চলাচল শুরু

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব কেটে যাওয়ায় দেশের তিন বিমানবন্দরে বিমান চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম; কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরের বিমান উড্ডয়ন কার্যক্রম মঙ্গলবার দুপুর ১২টা থেকে চালু করা হয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান এই বিজ্ঞপ্তিতে সাক্ষর করেছেন।

এর আগে সিত্রাংয়ের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার (২৪ অক্টোবর) বিকেল থেকেই দেশের ৩ বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আগ্রাসী রূপ ধীরে ধীরে শান্ত হওয়ায় মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরের আলো ফোটার আগেই জনজীবনে ফিরে এসেছে স্বস্তি। ঘূর্ণিঝড়ের প্রভাব শেষে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের লঞ্চ চলাচল স্বাভাবিক ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

সিত্রাংয়ের প্রভাবে সোমবার রাতে কুমিল্লায় তিনজন, ভোলায় দুজন, সিরাজগঞ্জে দুজন, নড়াইল ও বরগুনায় একজনসহ মোট ১২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

বিমান ও পর্যটন -এর সর্বশেষ