Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

গ্রেপ্তারে সরকারের খারাপ উদ্দেশ্য নেই:স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৬, ১৫ জুন ২০১৬

আপডেট: ১৫:৩৮, ১৫ জুন ২০১৬

প্রিন্ট:

গ্রেপ্তারে সরকারের খারাপ উদ্দেশ্য নেই:স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা : চলমান সাঁড়াশি অভিযানে গ্রেপ্তারের বিষয়ে সরকারের খারাপ কোনো উদ্দেশ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেছেন, ‘আমরা কোনো ইল মোটিভ ও পলিটিক্যাল নিপীড়নের উদ্দেশ্য নিয়ে কাউকে ধরিনি।’

বুধবার মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাটের সঙ্গে বৈঠকের পর সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সাঁড়াশি অভিযানে গ্রেপ্তারের বিষয়ে মন্ত্রী বলেন, ‘কোনো রাজনৈতিক নেতাকে আটক করিনি। কোনো রাজনৈতিক উদ্দেশ্যের জন্য এটা করিনি। আমরা সন্দেহভাজক টেরোরিস্ট ও আদালত কর্তৃক নির্দেশিত ক্রিমিনালদের ধরার জন্যই অভিযান করছি।’

বিএনপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘বিএনপি দাবি করছে কেন আমার জানা নেই। আমার মনে হয় যারা ক্রিমিনাল সবাই বিএনপির রাজনীতিতে বিশ্বাস করেন।’

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables