Bahumatrik :: বহুমাত্রিক
 
১২ জ্যৈষ্ঠ ১৪২৯, শুক্রবার ২৭ মে ২০২২, ১:৪৮ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

‘গুলমোহর’ দিয়ে ১২ বছর পর বড় পর্দায় শর্মিলা ঠাকুর


১০ মে ২০২২ মঙ্গলবার, ০৪:৪৯  পিএম

বহুমাত্রিক ডেস্ক


‘গুলমোহর’ দিয়ে ১২ বছর পর বড় পর্দায় শর্মিলা ঠাকুর

সবশেষ ২০১০ সালে ‘ব্রেক কি বাদ’ সিনেমা‍য় অভিনয় করেছিলেন শর্মিলা ঠাকুর। দীর্ঘ ১২ বছর পর আবারও অভিনয়ে ফিরছেন ‘গুলমোহর’ সিনেমা দিয়ে। এ সিনেমার মধ্য দিয়ে অমল পালেকর, মনোজ বাজপেয়ীদের সঙ্গে পর্দা ভাগ করে নিতে দেখা যাবে তাকে।

সিনেমাটি পরিচালনায় করেছেন রাহুল চিট্টেলা। সম্প্রতি সিনেমার শুটিং শেষ হয়েছে। এখন শুধু মুক্তির অপেক্ষা। নির্মাতাদের আশা, আগামী আগস্ট মাসে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সংবাদমাধ্যমকে শর্মিলা বলেছেন, ‘অনেক দিন পর অভিনয়ে ফিরলাম। এ সিনেমাটির চিত্রনাট্য শোনামাত্রই অভিনয় করতে রাজি হয়ে গিয়েছিলাম। একটি পরিবারের গল্প। এত সুন্দর করে গল্প বলা হয়েছে যে আমি আর দ্বিতীয়বার ভাবিনি। একসঙ্গে বসে এ সিনেমা দেখতে খুবই ভালো লাগবে দর্শকের।’

৩৪ বছরের পুরোনো বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে গোটা বাত্রা পরিবার। এই প্রক্রিয়ায় পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে নানাভাবে সংযোগ স্থাপন করছেন নতুন করে। তারই মধ্যে খোলাসা হচ্ছে কিছু গোপন তথ্যের। এভাবেই এগিয়ে গিয়েছে ‘গুলমোহর’-এর গল্প।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।