Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৮ ১৪৩২, রোববার ১৩ জুলাই ২০২৫

গুরুতর অসুস্থ হয়ে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত হাসপাতালে ভর্তি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৭, ৯ আগস্ট ২০২০

প্রিন্ট:

গুরুতর অসুস্থ হয়ে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত হাসপাতালে ভর্তি

গুরুতর অসুস্থ অবস্থায় বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রচণ্ড শ্বাসকষ্ট হওয়ায় শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তাকে নেয়া হয়।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গতকাল থেকেই প্রবল শ্বাসকষ্টে ভুগছিলেন সঞ্জয়। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা তার করোনা টেস্ট করেন। তবে টেস্ট নেগেটিভ আসে।কিন্তু কী কারণে তার শ্বাসকষ্ট তা এখনও জানা যায়নি।

হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকেও সঞ্জয়ের স্বাস্থ্যের বিষয়ে করোনা পরীক্ষার রিপোর্টের বাইরে কিছু জানা যায়নি।