Bahumatrik :: বহুমাত্রিক
 
২৭ শ্রাবণ ১৪২৭, মঙ্গলবার ১১ আগস্ট ২০২০, ১০:২২ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

গুরুতর অসুস্থ সৌমিত্র চট্টোপাধ্যায় হাসপাতালে ভর্তি


১৫ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার, ০৯:২৬  এএম

বহুমাত্রিক ডেস্ক


গুরুতর অসুস্থ সৌমিত্র চট্টোপাধ্যায় হাসপাতালে ভর্তি

ঢাকা : প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন ধরেই সিওপিডিতে আক্রান্ত এ অভিনেতা। ইতিমধ্যেই তার চিকিৎসার জন্য চার সদস্যের একটি মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে।

বুধবার সকালে হঠাৎ করে শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে যায় তার।তখন দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে ভর্তি করা হয় হাসপাতালে।

কলকাতার গণমাধ্যম চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছে, আপাতত সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল।

প্রাথমিক পরীক্ষানিরীক্ষার পর চিকিৎসকরা জানান, সৌমিত্র চট্টোপাধ্যায় নিউমোনিয়ায় আক্রান্ত। তার বয়সের কথা মাথায় রেখে তার অন্যান্য শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখছেন চিকিৎসকেরা।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।