Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৩ ১৪৩২, রোববার ২৮ ডিসেম্বর ২০২৫

গুরুতর অসুস্থ সৌমিত্র চট্টোপাধ্যায় হাসপাতালে ভর্তি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৬, ১৫ আগস্ট ২০১৯

প্রিন্ট:

গুরুতর অসুস্থ সৌমিত্র চট্টোপাধ্যায় হাসপাতালে ভর্তি

ঢাকা : প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন ধরেই সিওপিডিতে আক্রান্ত এ অভিনেতা। ইতিমধ্যেই তার চিকিৎসার জন্য চার সদস্যের একটি মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে।

বুধবার সকালে হঠাৎ করে শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে যায় তার।তখন দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে ভর্তি করা হয় হাসপাতালে।

কলকাতার গণমাধ্যম চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছে, আপাতত সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল।

প্রাথমিক পরীক্ষানিরীক্ষার পর চিকিৎসকরা জানান, সৌমিত্র চট্টোপাধ্যায় নিউমোনিয়ায় আক্রান্ত। তার বয়সের কথা মাথায় রেখে তার অন্যান্য শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখছেন চিকিৎসকেরা।

Walton
Walton