Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

গাজীপুরে চলছে কুয়াশা বিন্দুর শিল্পকর্ম প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৫, ২৪ মার্চ ২০১৯

আপডেট: ০১:১৩, ২৪ মার্চ ২০১৯

প্রিন্ট:

গাজীপুরে চলছে কুয়াশা বিন্দুর শিল্পকর্ম প্রদর্শনী

ছবি : বহুমাত্রিক.কম

গাজীপুর: শিল্পী কুয়াশা বিন্দু; ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী। ১৯৮৪ সালে গাজীপুরের বাড়ীয়া গ্রামে জন্মগ্রহণ করেন। গত ১৯ মার্চ থেকে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নাটমন্দিরে তাঁর শিল্পকর্মের প্রদর্শনী চলছে। ‘বঙ্গ’ শিরোনামে এই একক প্রদর্শনী চলবে ২৬ মার্চ পর্যন্ত।

মৃৎ শিল্প বিভাগের ছাত্র হলেও শিল্পী কুয়াশা বিন্দু সম্পূর্ণ ভিন্নধর্মী এবং এদেশে অনেকটা অপরিচিত কাঠের টুকরোকে প্রাধান্য দিয়ে বিভিন্ন মণীষীর অবয়ব তুলে ধরেছেন প্রদর্শনীতে। কাঠের বিটকে ছোট ছোট টুকরো করে আগুনে পুড়িয়ে রঙের বৈচিত্র এনে তিনি এসব শিল্পকর্ম গড়েছেন।

মোজাইকের মাধ্যমে দেয়ালচিত্র করার প্রচলিত ধারণাকে পাল্টে দিয়ে কাঠের কিউব ব্যবহার করেছেন; যা শিল্প নির্মাণে তাঁর দক্ষতার প্রকাশ। নতুন মাধ্যমে কাজ করে নিজেকে মুক্ত করার এ প্রয়াস ভিন্নমাত্রা ও এক ভিন্ন সত্ত্বার শিল্পী হিসেবে পরিচয় করিয়ে দেয় কুয়াশা বিন্দু-কে।

বহুমাত্রিক.কম