Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৪ ১৪৩২, বুধবার ০৯ জুলাই ২০২৫

গাজীপুরে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:১২, ১৫ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

গাজীপুরে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

গাজীপুর : গাজীপুরে ফ্যান তৈরির কারখানায় আগুন লাগার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনুর ইসলামকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। একইসঙ্গে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হবে বলেও জানায় জেলা প্রশাসন।

এর আগে, গাজীপুরের সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কেশোরিতা এলাকায় রোববার সন্ধ্যায় একটি বৈদ্যুতিক ফ্যান তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা।