Bahumatrik :: বহুমাত্রিক
 
১৯ আষাঢ় ১৪২৭, শুক্রবার ০৩ জুলাই ২০২০, ৬:৪৬ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

খোকাকে জীবিত দেশে আসতে না দেওয়া লজ্জার: ফখরুল


০৭ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার, ০৫:৩৪  পিএম

বহুমাত্রিক ডেস্ক


খোকাকে জীবিত দেশে আসতে না দেওয়া লজ্জার: ফখরুল

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মতো একজন মুক্তিযোদ্ধাকে জীবিত অবস্থায় সরকার নিজ দেশে ঢুকতে দেয়নি বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘একজন মুক্তিযোদ্ধাকে জীবিত অবস্থায় নিজ দেশে ঢুকতে দেয়নি সরকার। এটি জাতির জন্য অত্যন্ত লজ্জার। এরকম ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে।’

বৃহস্পতিবার শেরে বাংলা নগরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেতারা বিশেষ মোনাজাত করেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘খোকা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। কয়েকবারের নির্বাচিত জনপ্রতিনিধিও ছিলেন তিনি। সারাজীবন মানুষের সেবা করে গেছেন। সরকার তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। তিনি চিকিৎসার জন্য বিদেশে ছিলেন।’

ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তাকে (খালেদা জিয়া) মুক্ত করার শপথ নিয়েছি আজ। আমরা বিশ্বাস করি, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে সত্যিকার অর্থে জনগণের পক্ষের সরকার গঠন করতে সক্ষম হবো।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, সেলিমা রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।