Bahumatrik :: বহুমাত্রিক
 
১৮ চৈত্র ১৪২৬, বুধবার ০১ এপ্রিল ২০২০, ১০:৫১ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

কুবির এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন


০৮ নভেম্বর ২০১৯ শুক্রবার, ০৮:২৮  পিএম

রিদওয়ানুল ইসলাম, কুবি প্রতিনিধি

বহুমাত্রিক.কম


কুবির এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

কুমিল্লা : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণির প্রথম বর্ষের ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।শুক্রবার বেলা ১০ টা থেকে ১১ টায় ১৮ টি কেন্দ্রে ‘এ’ ইউনিট ও বিকাল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে ভর্তি পরীক্ষায় ব্যবহৃত কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ও অন্যান্য পরিস্থিতি যাচাই করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এমরান কবীর চৌধুরী ও রেজিস্ট্রার ( চলতি দায়িত্ব) ড. আবু তাহের এসব কেন্দ্র পরিদর্শন করেন।এসময় উপাচার্য বলেন, ‘ভর্তি পরীক্ষা বিশাল কর্মযজ্ঞ, অনেক চ্যালেঞ্জ। সবার সহযোগীতায় এ পর্যন্ত সব সুষ্ঠুভাবেই চলছে। এজন্য আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও জেলা প্রশাসন এবং সর্বোপরি কুমিল্লাবাসীকে ধন্যবাদ জানাই।’

এ বছর ভর্তি পরীক্ষায় ‘এ’ ও ‘বি’ ইউনিটে মোট ৮০০ আসনের বিপরীতে যথাক্রমে ২৬৯৭৫ ও ২৮২৯৫ জন আবেদন করে।

এদের মধ্যে পরীক্ষায় এ ইউনিটে অংশগ্রহণের হার ছিলো ৬৫% এবং বি ইউনিটের হার ছিলো প্রায় ৭২%।
আগামীকাল সকাল ১০ টা থেকে ব্যবসা অনুষদের অধিভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।