Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৯ ১৪৩২, মঙ্গলবার ০৪ নভেম্বর ২০২৫

করোনা ঠেকাতে কিমের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৬, ২২ মার্চ ২০২০

প্রিন্ট:

করোনা ঠেকাতে কিমের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প

করোনা মহামারি ঠেকাতে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে কাজ করতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের দেয়া একটি ব্যক্তিগত চিঠিতে কিমকে এমনটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার উত্তর কোরিয়া সরকারের পক্ষ থেকেও এই চিঠির কথা নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে সংবাদমাধ্যম কেসিএনএকে উত্তর কোরিয়া সরকারের মুখপাত্র কিম ইয়ো জং বলেন, চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার করার বিষয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন এবং মহামারী কিভাবে প্রতিরোধ করা যায় তা নিয়ে সহযোগিতা করতে চেয়েছেন।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখেরও বেশি মানুষ। মারা গেছেন ১১ হাজার ৫শ৭০ জন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables