Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে কবরী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪২, ৭ এপ্রিল ২০২১

প্রিন্ট:

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে কবরী

করোনাভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন অভিনেত্রী সারাহ বেগম কবরী। গত ৫ এপ্রিল তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন।

নূর উদ্দিন বলেন, ‘গত সোমবার ম্যাডামের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর ওনাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

১৯৬৪ সালে `সুতারাং` ছবি দিয়ে দিয়ে চলচ্চিত্রে নাম লেখান কবরী। ছবিটি পরচালনা করেন সুভাষ দত্ত। এরপর `বাহানা`, `তিতাস একটি নদীর নাম`, `রংবাজ`, `সারেং বউ`, `সুজন সখী`সহ অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন এ তারকা।