Bahumatrik :: বহুমাত্রিক
 
১৯ জ্যৈষ্ঠ ১৪২৭, বুধবার ০৩ জুন ২০২০, ৪:৪৭ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

‘কপিল দেব’ রণবীর সিং


০৭ জুলাই ২০১৯ রবিবার, ১২:০০  পিএম

বহুমাত্রিক ডেস্ক


‘কপিল দেব’ রণবীর সিং

ঢাকা : ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেবের বায়োপিক ৮৩-এ ‘কপিল দেব’ এর ভূমিকায় রয়েছেন রণবীর সিং।

৩৪তম জন্মদিনে রণবীর ইনস্টাগ্রামে ‘৮৩’ এর ছবির ফার্স্টলুক পোস্ট করে চমকে দেন ভক্তদের। ছবিতে দেখা যায়, বল হাতে রণবীর সিং যেন ৮৩-র কপিল দেব।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়ে যায় ’৮৩ এর ফার্স্টলুক। ছবিটি শেয়ার করে রণবীর লিখেছেন, আমার স্পেশাল দিনে, আপনাদের জন্য দ্য হরিয়ানা হ্যারিকেন কপিল দেব।

১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে প্রথমবার বিশ্বকাপ জেতে ভারতীয় দল। ভারতীয় ক্রিকেটে উজ্জ্বল সে ইতিহাস। সেই বিশ্বকাপে ভারতকে ‘আন্ডার ডগ’ হিসেবেই ধরে নিয়েছিল বিশ্ব।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।