
দেশে একজন ব্যক্তির দেহে একই সঙ্গে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) ও ডেঙ্গুর জীবাণু শনাক্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ (অপু) একইসঙ্গে এই দুই রোগে আক্রান্ত হয়েছেন।
জানা গেছে,শরীরে জ্বর অনুভব হলে প্রথমে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে ডেঙ্গু টেস্ট করতে দেন। রিপোর্টে ডেঙ্গু পজিটিভ আসে।
পরের দিন পুলিশের তত্ত্বাবধানে শের ই বাংলা নগর বালিকা মহাবিদ্যালয়ে করোনা স্যাম্পল দিলে বৃহস্পতিবার তাঁর করোনাও পজিটিভ আসে।তিনি বর্তমানে তাঁর ধানমন্ডির বাসায় আইসোলেটেড হয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নিচ্ছেন।