Bahumatrik :: বহুমাত্রিক
 
১৮ জ্যৈষ্ঠ ১৪২৭, মঙ্গলবার ০২ জুন ২০২০, ১০:৩৪ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

আম্ফানে লণ্ডভণ্ড রাজশাহী অঞ্চল : ২৫ শতাংশ আম নষ্ট


২১ মে ২০২০ বৃহস্পতিবার, ১২:১৯  পিএম

বহুমাত্রিক ডেস্ক


আম্ফানে লণ্ডভণ্ড রাজশাহী অঞ্চল : ২৫ শতাংশ আম নষ্ট

ঘূর্ণিঝড় আম্ফানের কারণে রাজশাহী অঞ্চলে ডালপালা ভেঙে বহু আম ঝরে পড়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে আম বাগান মালিকরা।ফল গবেষণার সাথে জড়িতরা বলছেন, এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা না গেলেও শতকরা ২০ থেকে ২৫ ভাগ আম নষ্ট হয়েছে।

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে লণ্ডভণ্ড রাজশাহী অঞ্চল। ঘূর্ণিঝড় আম্ফানের ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমের। ডালপালা ভেঙে পড়ে আছে অনেক আম। করোনার কারণে আম বাজারজাতকরণ নিয়ে চিন্তায় ছিলেন বাগান মালিকরা। এবার মরার ওপর খাড়ার ঘা।

ফল গবেষণার সঙ্গে জড়িত বিশেষজ্ঞরা জানান, এ অঞ্চলের শতকরা ২০ থেকে ২৫ ভাগ আম পড়ে গেছে।

এ অবস্থায় এ বছর আমের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল তা পূরণ হবে কিনা তা নিয়ে সংশয় জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

অর্থনীতি -এর সর্বশেষ