Bahumatrik :: বহুমাত্রিক
 
৫ আশ্বিন ১৪২৭, রবিবার ২০ সেপ্টেম্বর ২০২০, ৮:৪৯ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

আবারো আইসিইউতে বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া


১৫ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার, ০৯:০২  এএম

বহুমাত্রিক ডেস্ক


আবারো আইসিইউতে বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে কেবিন থেকে আবারো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। তার চিকিৎসা চলছে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে।

সোমবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

শায়রুল করিব বলেন, রোববার সকালে রফিকুল ইসলাম মিয়াকে কেবিনে নেয়া হয়েছিল। এরপর শ্বাসকষ্ট শুরু হলে পুনরায় তাকে আইসিইউতে নেয়া হয়। তিনি সেখানে নিওরোলজিস্ট অধ্যাপক ডা. আবদুল হাইয়ের অধীনে চিকিৎসাধীন

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।