Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৬ ১৪৩২, বুধবার ০২ জুলাই ২০২৫

অস্ট্রেলিয়ায় টিকাদান কার্যক্রম শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৬, ২১ ফেব্রুয়ারি ২০২১

প্রিন্ট:

অস্ট্রেলিয়ায় টিকাদান কার্যক্রম শুরু

অস্ট্রেলিয়ায় রোববার টিকাপ্রদান কার্যক্রম শুরু হয়েছে।এর একদিন আগে জনগণের আস্থা বাড়াতে শীর্ষ কর্মকর্তাদের কয়েকজন টিকা নিয়েছেন। এদের মধ্যে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসনও রয়েছেন। তিনি সিডনীর উত্তর পশ্চিমাঞ্চলের এক মেডিক্যাল সেন্টারে ফাইজার/বায়োএনটেকের টিকা নিয়েছেন।

অস্ট্রেলিয়ায় বৃদ্ধাশ্রমের বাসিন্দা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালের জেন মালায়সিয়াককে (৮০) দেয়ার মধ্যদিয়ে দেশটির টিকা কার্যক্রম শুরু হয়েছে। এরপর স্বাস্থ্য কর্মী ও অন্যান্য কর্মকর্তাদের টিকা দেয়া হচ্ছে।

এদিকে এবিসি’র খবরে বলা হয়েছে, টিকা কার্যক্রম শুরুর আগে দেশটির বড়ো বড়ো শহরে টিকা বিরোধী বিক্ষোভ হয়েছে। এতে হাজার হাজার লোক অংশ নেয়। মেলবোর্নে পুলিশ কয়েকজনকে আটক করেছে।

অস্ট্রেলিয়ার ২২ শতাংশ লোক টিকা নেয়ার পক্ষে নয়। দেশটির একটি ন্যাশনাল ইউনিভার্সিটির জরিপে বলা হয়েছে, সম্প্রতি জনগণের মাঝে টিকা নিয়ে দ্বিধা তৈরি হয়েছে।
অন্য অনেক দেশের তুলনায় অস্ট্রেলিয়ায় টিকা কার্যক্রম কয়েক মাস দেরিতেই শুরু হয়েছে।
এদিকে দেশটিতে অক্সফোর্ডের তৈরি টিকার অনুমোদনও দেয়া হয়েছে। তবে তা এখনও দেয়া শুরু হয়নি।

উল্লেখ্য, ভাইরাস নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া তুলনামূলকভাবে সফল হয়েছে। দেশটির জনসংখ্যা ২ কোটি ৫০ লাখ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৯ হাজার লোক এবং মারা গেছে ৯০৯ জন।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer