Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫

অস্ট্রেলিয়ান নাগরিকদের জন্য দ্বিতীয় বিশেষ ফ্লাইট ৭ মে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২২, ২৭ এপ্রিল ২০২০

প্রিন্ট:

অস্ট্রেলিয়ান নাগরিকদের জন্য দ্বিতীয় বিশেষ ফ্লাইট ৭ মে

ঢাকা : করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশে অস্ট্রেলিয়ান হাই কমিশন তার নাগরিক এবং স্থায়ী বাসিন্দাদের ফিরিয়ে নিতে দ্বিতীয় ফ্লাইট জোগাড় করেছে। বিশেষ ওই ফ্লাইটটি ৭ মে ঢাকা ছেড়ে যাবে।সোমবার সকালে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন এক বিবৃতিতে এসব জানিয়েছে।

আগ্রহী যাত্রীদের ২৩ এপ্রিলের আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছিল। এ পর্যন্ত ৩০০ জন অস্ট্রেলিয়ান নাগরিক আবেদন করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ফ্লাইটের টিকিটের টাকা দেওয়ার বিষয়ে আবেদনকারীরা তথ্য পেয়ে যাবেন। যত তাড়াতাড়ি সম্ভব টিকিট কেটে ফেলুন। ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে টিকিট কেনা যাবে। এ তথ্য না পেয়ে থাকলে শেষ মুহূর্তের বাতিলকরণেও সময় আবার জানানো হবে। দ্বিতীয় ফ্লাইটটি শুধু ঢাকা থেকে মেলবোর্ন যাবে। অস্ট্রেলিয়ার নাগরিকরা দেশে ফিরলেই সে দেশের সরকারের ব্যবস্থাপনায় ১৪ দিন বাধ্যতামূলক সঙ্গরোধে থাকতে হবে।

এর আগে গত ১৬ এপ্রিল শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটে ২৮৫ জন নাগরিক এবং তাদের পরিবারকে দেশে ফিরতে সহায়তা করেছে ঢাকাস্থ অস্ট্রেলিয়ার হাই কমিশন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables