Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১০ ১৪৩২, রোববার ২৫ জানুয়ারি ২০২৬

অসুস্থ স্পিকারকে সিএমএইচে ভর্তি, দেখতে গেলেন রাষ্ট্রপতি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৮, ২৯ মে ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

অসুস্থ স্পিকারকে সিএমএইচে ভর্তি, দেখতে গেলেন রাষ্ট্রপতি

ফাইল ছবি

ঢাকা : উচ্চ রক্তচাপের কারণে অসুস্থ হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্পিকারকে। পরে রাতে তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়।

জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ এ খবর নিশ্চিত করে জানান, উচ্চ রক্তচাপের কারণে অসুস্থ হয়ে পড়েন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। হাসপাতালে নিয়ে পরীক্ষা-নীরিক্ষার পর তার দেহে ভাইরাল সংক্রমণ ধরা পড়ে।

এদিকে, স্পিকার অসুস্থ হওয়ার খবর পেয়ে তাকে দেখতে রোববার সন্ধ্যায় সিএমইচে যান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এসময় সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও প্রধান হুইপ আ স ম ফিরোজ উপস্থিত ছিলেন।

Walton
Walton