Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বৃষ্টিতে মোবাইল ভিজলে যা করবেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৩, ৯ আগস্ট ২০১৯

প্রিন্ট:

বৃষ্টিতে মোবাইল ভিজলে যা করবেন

ঢাকা : এখন বর্ষাকাল। হঠাৎ রোদ, হঠাৎ বৃষ্টি। কোন আগমনী বার্তা ছাড়াই চলে আসছে ঝুম বৃষ্টি। এরমধ্যে বাইরে থাকলে সব থেকে ভয়ংকর বিষয় মোবাইল ভিজে যাওয়া। কারণ মোবাইলে পানি ঢুকলেই শেষ। তাই ভেজা মোবাইল নষ্ট হওয়ার আগেই পদক্ষেপ নেয়া উচিত। এতে করে মোবাইল নষ্ট হওয়া থেকে রক্ষা পেতে পারে।

জেনে নিন বৃষ্টিতে মোবাইল ভিজলে কী করবেন:

১. ফোন বৃষ্টির পানিতে ভিজে গেলে প্রথমে পরিষ্কার করে মুছে ফেলুন ৷ যত বেশি তরল পদার্থ থাকবে তত তাড়াতাড়ি ফোনের বিভিন্ন পার্টস খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। বেশিক্ষণ থাকলে শর্ট সার্কিট হয়ে যেতে পারে। এতে ফোনে থাকা যাবতীয় তথ্যও নষ্ট হয়ে যেতে পারে।

২. ফোন অন করার আগে ভালো করে মুছে নিন ৷ ফোনের ভিতরের সব কিছু, অর্থাৎ ব্যাটারি, সিম কার্ড, মেমরি কার্ড তাড়াতাড়ি খুলে ফেলুন। ফোনের খোলা অংশগুলি একটি শুকনো কাপড়ে মুছে কাপড়টি মুড়ে রেখে দিন। এতে ফোনের ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যাবে। ফোনের ভিতরের অংশ পাতলা কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলুন।

৩. ফোন থেকে সিম কার্ডটি খুলে ফেলুন।এরপর ফোনের ভিতরে ভালো করে মুছে ফেলুন ৷ তারপর সিম কার্ড ইনসার্ট করুন।

৪. ফোনে স্ক্রিন গার্ড লাগানো থাকলে সেটাও খুলে রাখুন।

৫. বৃষ্টিতে ভিজলে শুকানোর জন্য ভুলেও ফোনে হেয়ার ড্রায়ারের প্রয়োগ করবেন না।হেয়ার ড্রায়ারের গরম বাতাসে ভিতরের পার্টসগুলি গলে যেতে পারে ।

৬. বৃষ্টি ভেজা ফোনটি কিছুক্ষণ রোদে রাখুন। যদি কোথাও অল্প পানি থাকে তাহলে রোদে রাখলে তা শুকিয়ে যাবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer