Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

৪৭ ভারতীয় তীর্থযাত্রীকে আটকাল চীন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:২৮, ২৬ জুন ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

৪৭ ভারতীয় তীর্থযাত্রীকে আটকাল চীন

ঢাকা : কৈলাশ-মানস সরোবরের উদ্দেশে রওনা হওয়া ভারতীয় তীর্থাযাত্রীদের আটকে দেওয়ার বিতর্কে মুখ খুলল চীন। বেইজিংয়ের মতে, বিষয়টি নিয়ে দুদেশের বিদেশমন্ত্রকের মধ্যে আলোচনা চলছে।

গত সপ্তাহে, মানস সরোবরের উদ্দেশে রওনা দেওয়া ৪৭ ভারতীয় তীর্থাযাত্রীকে আটকে দেয় চীন। ওই তীর্থযাত্রীরা সিকিমের নাথু লা গিরিপথের মধ্য দিয়ে মানস সরোবরে যাচ্ছিলেন। ভারত-চীন সীমান্তে তাঁদের আটকে দেওয়া হয়।

জানা গেছে, গত ১৯ তারিখ ওই তীর্থাত্রীদের চীনে প্রবেশ করার কথা ছিল। কিন্তু, আবহাওয়া প্রতিকূল থাকায় তাঁদের রোখা হয়। তিনদিন বেসক্যাম্পে থাকার পর ফের তাঁরা ২৩ তারিখ রওনা হওয়ার চেষ্টা করলে, তাঁদের অনুমতি দেওয়া হয়নি।

এই প্রসঙ্গে এদিন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গেং সুহ্যাং জানান, দুদেশের বিদেশমন্ত্রকের মধ্যে আলোচনা চলছে। আশা করা হচ্ছে, শিগগির এর মীমাংসা বের হবে।

যদিও, কেন ওই তীর্থাযাত্রীদের আটকে দেওয়া হয়েছে, সেই বিষয়ে মুখ খোলেনি বেইজিং। তবে, কিছু চীনা আধিকারিক দাবি করেন, রাস্তা খারাপ থাকায় ভারতীয়দের যেতে দেওয়া হয়নি। মেরামত হলেই ফের যাত্রা চালু হবে। এবিপি আনন্দ

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer