Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

১৬ জানুয়ারি সাত খুন মামলার রায়

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০১, ৩০ নভেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

১৬ জানুয়ারি সাত খুন মামলার রায়

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার ৩৫ আসামির পক্ষে যুক্তিতর্ক শেষ হয়েছে।

বুধবার আসামিদের সবার যুক্তিতর্ক শেষে আগামী ১৬ জানুয়ারি রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন। সেদিন আসামিদের উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করবেন।

বুধবার সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে চাকুরিচ্যুত র‌্যাব কর্মকর্তা এম এম রানার অসমাপ্ত যুক্তিতর্ক এবং এসআই বজলুর রহমান ও আসাদুজ্জামানের যুক্তিতর্ক সম্পন্ন হয়।

নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন জানান, সাত খুনের দুটি মামলায় গ্রেপ্তারকৃত ২৩ ও পলাতক ১২ আসামীর সবার যুক্তিতর্ক শেষ হয়ার পর আদালত আগামী ১৬ জানুয়ারি রায় ঘোষণার দিন ধার্য্য করেন।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer