Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

শ্রীলংকায় বন্যায় প্রাণহানি,ভারতীয় প্রধানমন্ত্রীর শোক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৪, ২৭ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শ্রীলংকায় বন্যায় প্রাণহানি,ভারতীয় প্রধানমন্ত্রীর শোক

ঢাকা : ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রীলংকায় বন্যা ও ভূমিধসে জানমালের ক্ষতিতে শোক জানিয়েছেন। কর্মকর্তারা একথা জানান।

মোদিকে উদ্ধৃত করে শনিবার সরকারি এক বিবৃতিতে বলা হয়, শ্রীলংকায় বন্যা ও ভূমিধসে জানমালের ক্ষতিতে ভারত দুঃখ প্রকাশ করছে। মোদি বলেন, ‘আমরা শ্রীলংকার ভাই-বোনদের প্রয়োজনে তাদের পাশে থাকবো।’

শ্রীলংকায় টানা বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসে কমপক্ষে একশ’ জনের প্রাণহানি ঘটেছে, এছাড়া আরো ৯৯ জন নিখোঁজ রয়েছে।

উদ্ধারকারী সংস্থাগুলো জানায়, হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। উদ্ধার অভিযান ব্যাপকভাবে চলছে।

মোদি বলেন, ‘আমরা ত্রাণ সামগ্রীসহ জাহাজ পাঠাচ্ছি।’

প্রকাশিত খবরে বলা হয়েছে, ২০০৩ সালের পর এটি সবচেয়ে ভয়াবহ বন্যা। ওই সময়ে এ ধরনের বন্যায় ২৫০ জনের প্রাণহানি এবং দশ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছিল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer