Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

শুক্রবার রাতে ফ্রান্সের উদ্দেশে সৌদি ছেড়েছেন হারিরি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৭, ১৮ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শুক্রবার রাতে ফ্রান্সের উদ্দেশে সৌদি ছেড়েছেন হারিরি

ঢাকা : আকস্মিক পদত্যাগের ঘোষণার পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকটের মধ্যেই ইউরোপীয় মিত্র রাষ্ট্র ফ্রান্সের উদ্দেশে সৌদি আরবের রাজধানী রিয়াদ ছেড়েছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি।

ফ্রান্সগামী বিমানে ওঠার আগে স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় বিষয়টি জানান লেবাননে ক্ষমতাসীন জোটের প্রধান দল ফিউচার পার্টির এই নেতা।

সৌদি সফরে গিয়ে গত ৪ নভেম্বর হঠাৎ পদত্যাগের ঘোষণা দেন সাদ হারিরি। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেননি দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন।

পদত্যাগের এই ঘটনাকে সৌদির চাপ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দল, সুশীল সমাজসহ বিভিন্ন পক্ষ।

‘আমি বিমানবন্দরের পথে’, টুইটে বলেন হারিরি।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer