Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

শুক্রবার চ্যানেল আই’য়ে টেলিফিল্ম ‘গাঁয়ের নামটি পলাশপুর’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০২, ১৮ আগস্ট ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শুক্রবার চ্যানেল আই’য়ে টেলিফিল্ম ‘গাঁয়ের নামটি পলাশপুর’

ঢাকা : শহর থেকে গ্রামের বাড়িতে ফিরে খুব খুশি নয়ন-প্রিয়তি, তেমনি খুশি দুই মেয়ে বহতা ও মৌনিতা। ওরা সব সময় দাদার সঙ্গে নদী দেখে, ফুল দেখে, পাখির সঙ্গে কথা বলে। তবু আগ্রহের যেন কমতি নেই।

গাঁয়ের নির্মল পরিবেশ ওদের শহরের যানজট, শব্দদূষণ, বায়ুদূণ, চার দেওয়ালের বন্দী জীবন থেকে অনেক ভালো লাগে। কিন্তু বাস্তবতা শহরে থাকতে বাধ্য করে। ইচ্ছে করলেই শহরের ঈন্দ্রজাল থেকে গাঁয়ে ফিরে আসা যায় না।

নয়নের মা-বাবা খুশি হয় ছেলে বৌমা আর নাতনীদের পেয়ে। একরাতে মা হঠাৎ হার্টের অসুখে মারা যান। গ্রামে আপন বলতে কেউ না থাকায় বাবাকে নিয়ে নয়নরা শহরে ফিরে আসে। শুরু হয় জীবনভর গ্রামে থাকা একজন বাবার শহরে টিকে থাকার যুদ্ধ। তারপর... চ্যানেল আইয়ে পর্দায় দেখুন ১৮ আগস্ট দুপুর ২টার সংবাদের পর।

টেলিফিল্মের গল্প ভাবনা, মুকিত মজুমদার বাবু, নাট্যরূপ তুষার কান্তি সরকার। পরিচালনা করেছেন হারুন রুশো। অভিনয়ে জয়ন্ত চট্টোপাধ্যায়, আরমান পারভেজ মুরাদ, ওহায়িদা মল্লিক জলি, রুনা খান, দুখু সুমন, রানা খান, বহতা নদী, আফরিনসহ আরো অনেকে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer