Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

শুক্রবার অফিসিয়ালি প্রকাশিত হবে বিশ্বকাপের ‘থিম সং’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩২, ২৪ মে ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শুক্রবার অফিসিয়ালি প্রকাশিত হবে বিশ্বকাপের ‘থিম সং’

ঢাকা : আসছে বিশ্বকাপের `থিম সং`। শুক্রবার অফিসিয়ালি প্রকাশিত হবে রাশিয়া বিশ্বকাপ ২০১৮-এর `থিম সং`টি।

আর এবারের অফিসিয়াল থিম সংটি করেছেন হলিউড অভিনেতা উইল স্মিথ, নিকি জ্যাম ও ইরা ইস্ত্রেফি।এবারের বিশ্বকাপের `থিম সং` নিয়েও উদ্দীপনার শেষ নেই ফুটবলপ্রেমীদের।

লাতিন শিল্পী নিকি জ্যামের সঙ্গে স্মিথের বন্ধুত্বের কথা অনেকেরই জানা। দু’জন মিলে হাঙ্গেরির বুদাপেস্টের একটি স্টুডিওতে গানটি তৈরি করেছেন। এতে আরও কণ্ঠ দিয়েছেন আলবেনিয়ান শিল্পী ইরা ইস্ত্রেফি। গানটি মিউজিক আয়োজন করেছেন গ্র্যামি পুরস্কারজয়ী প্রযোজক ডিপলো।

এর আগেও সুপারহিট গান উপহার দেয়ার রেকর্ড আছে স্মিথের। মিয়ামি, নড ইয়োর হেড, সামারটাইম, গেটিং জিগি উইথ ইট, মেন ইনি ব্ল্যাক, সুইচ- এগুলো তার গাওয়া জনপ্রিয় গানগুলোর কয়েকটি।

১৯৬২ সালে প্রথম অফিসিয়াল থিম সংয়ের সূচনা করে ফিফা। এরপর প্রতিটি আসরেই ছিল এই আয়োজন। এই গানগুলো কখনো দর্শক নন্দিত হয়েছে। আবার কখনো মুখ থুবড়ে পড়েছে। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer