Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

শিশুটির গায়ে হাত দিলে এখনও আঁৎকে উঠছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৭, ২৭ অক্টোবর ২০১৬

আপডেট: ১৫:২৫, ২৭ অক্টোবর ২০১৬

প্রিন্ট:

শিশুটির গায়ে হাত দিলে এখনও আঁৎকে উঠছে

ঢাকা : দিনাজপুরের পার্বতীপুরে ধর্ষণের শিকার পাঁচ বছরের শিশুটি শারীরিকভাবে খুব দুর্বল হওয়ায় তাকে উচ্চমাত্রায় এন্টিবায়োটিক দেয়া হয়েছে। শিশুটির ক্ষত হাড় পর্যন্ত পৌঁছেছে, পুরোপুরি সুস্থ হতে এখনও এক-দুই মাস সময় লাগবে।

বৃহস্পতিবার বেলা ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) এক সংবাদ সম্মেলনে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ায় জেনারেল মো. মিজানুর রহমান এ কথা জানান।

তিনি বলেন, শারীরিকভাবে দুর্বল থাকায় শিশুটির হাই-প্রোটিন ডায়েট চলছে। শিশুটির গায়ে হাত দিলে আঁৎকে উঠছে। এখনও আতংক কাটেনি তার।

শিশুটি পুরোপুরি সুস্থ হতে এক-দুই মাস সময় লাগবে। এরপরই বোঝা যাবে তার অপারেশন লাগবে কি না। তবে ক্ষত হাড় পর্যন্ত পৌঁছেছে। পোস্ট অপারেটিভ ওয়ার্ডে শিশুটির চিকিৎসা চলছে। তার চিকিৎসার পুরো খরচ হাসপাতাল কতৃপক্ষ বহন করবে বলেও জানান মিজানুর রহমান।

এদিকে দুপুরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহাবুবুল হক শাকিল মেয়েটির পরিবারের ও হাসপাতাল পরিচালকের সঙ্গে দেখা করেন।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিভাবে ওই শিশুটির সব চিকিৎসা চলবে।

দিনাজপুরের সেই শিশুর চিকিৎসায় বৈঠকে মেডিকেল বোর্ড

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer