Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২২ ১৪৩১, মঙ্গলবার ০৭ মে ২০২৪

দিনাজপুরের সেই শিশুর চিকিৎসায় বৈঠকে মেডিকেল বোর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৭, ২৭ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

দিনাজপুরের সেই শিশুর চিকিৎসায় বৈঠকে মেডিকেল বোর্ড

ঢাকা : দিনাজপুরের পার্বতীপুরে ধর্ষণের শিকার পাঁচ বছরের শিশুটির চিকিৎসার জন্য বৈঠকে বসেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৯ সদস্যের চিকিৎসক বোর্ড।

বৃহস্পতিবার সকালে ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) এ বৈঠক শুরু হয়।

এ বৈঠক শেষে দুপুর ১টায় এক সংবাদ সম্মেলনে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ায় জেনারেল মো. মিজানুর রহমান শিশুটির চিকিৎসার ব্যাপারে করণীয় সম্পর্কে জানাবেন।

ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসায় গঠিত বোর্ডের ৯ চিকিৎসক হলেন- গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফেরদৌসী আক্তার, শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ উল ইসলাম, ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আমানুর রসূল, নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জিল্লুর রহমান, শিশু বিভাগের অধ্যাপক ডা. সাঈদ আনোয়ার, বার্ন ইউনিটের ডা. আবুল কালাম, মানসিক বিভাগের অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মামুন, এনেসথিয়া বিভাগের ডা. মোজাফফর হোসেন এবং ওসিসি সেন্টারের সমন্বয়কারী ডা. বিলকিস বেগম।

এরআগে ওসিসি সেন্টারের সমন্বয়কারী ডা. বিলকিস বেগম জানান, ধর্ষণের শিকার শিশুটির যৌনাঙ্গ খুবই আঘাতপ্রাপ্ত হয়েছে। বুধবার সকালে তাকে অপারেশন করার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু যৌনাঙ্গ সংক্রমণ থাকায় অপারেশনের সিদ্ধান্ত বাতিল করা হয়।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer