Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

শাহ আবদুল করিমকে নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৭, ২৩ অক্টোবর ২০১৬

আপডেট: ০১:০৭, ২৪ অক্টোবর ২০১৬

প্রিন্ট:

শাহ আবদুল করিমকে নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র

ঢাকা : বাউল গানের স্রষ্টা শাহ আবদুল করিম। ‘বন্দে মায়া লাগাইছে’, ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’, ‘গাড়ি চলে না’, ‘রঙ্গের দুনিয়া তোরে চায় না’ এ ধরনের অসংখ্য জনপ্রিয় গানের লেখক ও সুরকার তিনি। মৃত্যুর পূর্ব পর্যন্ত দেড় সহস্রাধিক গান লিখেছেন এ সাধক।

তাকে নিয়ে মঞ্চনাটক ও টিভি নাটক নির্মাণ করা হয়েছে অনেক আগেই। এবার তার জীবনী নিয়ে নির্মিত হল চলচ্চিত্র। ছবির নাম ‘রঙ্গের দুনিয়া’। নামটি তার গান থেকেই নেয়া হয়েছে। সিদ্দিকী হারুনের চিত্রনাট্যে এ ছবিটি পরিচালনা করেছেন মোক্তাদির ইবনে ছালাম।

সম্প্রতি শেষ হয়েছে এর শুটিং। এখন সেন্সর বোর্ডে জমা দেয়ার প্রক্রিয়া চলছে। ছবিতে শাহ আবদুল করিমের নাম ভূমিকায় অভিনয় করছেন তিনজন- ফারদিন, আগুন ও খায়রুল আলম সবুজ। তারা করিমের বিভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করেছেন।

এতে তার স্ত্রী সরলা চরিত্রে অভিনয় করেছেন ফারজানা ছবি। সিনেমায় ফারজানা ছবিকে উপস্থাপন করা হয়েছে তিনটি ভিন্ন বয়স এবং ভিন্ন রূপরেখায়। কাহিনী চিত্রে সরলা চরিত্রটির বয়স শুরু হয়েছে ১৭ থেকে যা শেষ হয় ৬৫-তে গিয়ে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer