Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা ইস্যুতে বিজিবি সঠিক অবস্থানে : মহাপরিচালক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৮, ২ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ০৩:০৮, ২ ফেব্রুয়ারি ২০১৭

প্রিন্ট:

রোহিঙ্গা ইস্যুতে বিজিবি সঠিক অবস্থানে : মহাপরিচালক

চুয়াডাঙ্গা: রোহিঙ্গা ইস্যুতে বিজিবি সঠিক অবস্থানেই আছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।

বুধবার বিকেলে চুয়াডাঙ্গার দর্শনায় বিজিবির নবনির্মিত সীমান্ত চৌকি (বিওপি) উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ভারতীয় সীমান্ত হত্যা কেন বন্ধ হচ্ছে না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিজিবির মহাপরিচালক বলেন, ‘প্রতিটি ঘটনায় বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়। বিএসএফের পক্ষ থেকে প্রতিবারই দাবি করা হয় আত্মরক্ষার্থেই তারা গুলি চালিয়েছে। ’

আবুল হোসেন বলেন, রোহিঙ্গা ইস্যুতে বিজিবি সঠিক অবস্থানেই আছে। নদী ও পাহাড়বেষ্টিত সীমান্তে কঠোর প্রহরার পরও চোখ এড়িয়ে কিছু রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। আলোচনার মাধ্যমে তাদের নিজ দেশে পাঠানো হবে।

এসময় সময় বিজিবি মহাপরিচালকের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কমান্ডার (ভারপ্রাপ্ত) কর্নেল ওয়াহেদুজ্জামান, অপারেশন কমান্ডার লে. কর্নেল মাকসুদ, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মাহবুবুর রহমান, চুয়াডাঙ্গার ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল আমির মজিদ উপস্থিত ছিলেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer