Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

রাজীব মীর আর নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৫, ২১ জুলাই ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রাজীব মীর আর নেই

ঢাকা : চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, লেখক রাজীব মীর মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।শুক্রবার দিনগত রাতে ভারতের চেন্নাইয়ে গ্লিনিগলস গ্লোবাল হেলথ সিটি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি।

বেশ কয়েক মাস ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন রাজীব মীর।চলতি সপ্তাহে তার অপারেশন ও লিভার পরিবর্তনের কথা ছিল।গত ১৭ জুলাই রাতে রাজীব মীর স্ট্রোক করেন। এর পর লাইফ সাপোর্টে রাখা হয়।

শুক্রবার রাত ১টা ৩৭ মিনিটে রাজীব মীরের লাইফ সাপোর্ট খুলে দিয়ে তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসকরা।

রাজীব মীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন রাজীব মীর।

এ ছাড়া তিনি একজন লেখক, গবেষক এবং বিভিন্ন মানবাধিকার আন্দোলনে সক্রিয় কর্মী ছিলেন।২০১৬ সালে সুমনা খানকে বিয়ে করেন রাজীব মীর। বিভোর নামে তাদের ১৫ মাস বয়সী কন্যাসন্তান রয়েছে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer