Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

রাঙ্গামাটিতে সাংগ্রাই জলোৎসবের সমাপ্তি

মো. মোস্তফা কামাল, রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ০২:১৩, ২১ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রাঙ্গামাটিতে সাংগ্রাই জলোৎসবের সমাপ্তি

ছবি : বহুমাত্রিক.কম

রাঙ্গামাটি : পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মারমাদের সামাজিক উৎসব সাংগ্রাই আজ শেষ হয়েছে। বর্ষবরণের আনুষ্ঠানিকতায় বৃহস্পতিবার রাঙ্গামাটি সদর উপজেলা মারমা সম্প্রদায়ের উদ্যোগে শহরের নারিকেল বাগান এলাকায় পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে উৎসবে মেতে উঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

ঐতিহ্যবাহী মংঘন্টা বাজিয়ে উৎসবের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মোঃ মুছা মাতব্বর, রেমলিয়ানা পাংখোয়া, রাঙ্গামাটি উপজেলা মারমা সংস্কৃতি সংস্থার জল উৎসব কমিটির আহ্বায়ক মিন্টু মারমা, সাধারণ সম্পাদক মইনুচিং মারমা’সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

মারমা সম্প্রদায় জলোৎসবের মাধ্যমে পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে। মারমা তরুণ-তরুণীরা একে অপরকে জল ছিটিয়ে পুরাতন বছরের সমস্ত গ্লানি, দুঃখ, বেদনা ও অপশক্তিকে ধুয়ে মুছে দূর করে। এই আনন্দে মেতে উঠে পাহাড়ি-বাঙালী সবাই। সমবেত হয় দূর-দুরান্ত থেকে আগত পর্যটক ও বিভিন্ন সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ। পরে সম্প্রীতির মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer