Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

রাগীব আলী ও ছেলের বিরুদ্ধে মামলার রায় ২৬ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫১, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রাগীব আলী ও ছেলের বিরুদ্ধে মামলার রায় ২৬ ফেব্রুয়ারি

সিলেট : সিলেটের রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইসহ ছয়জনের বিরুদ্ধে তারাপুর চা বাগানের ভূমি প্রতারণার মাধ্যমে আত্মসাৎ মামলার রায় আগামী ২৬ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের (সিএমএম) বিচারক সাইফুজ্জামান হিরো রায় ঘোষণার এ দিন ধার্য করেন।

সিএমএম আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রায়ের জন্য দিন ঘোষণার আগে ভূমি আত্মসাৎ মামলার যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়। এ মামলায় ৩৩ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

মামলা অভিযোগ থেকে জানা গেছে, ১৯৯০ সালে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি করে প্রতারণার মাধ্যমে ভুয়া সেবায়েত সাজিয়ে তারাপুর চা বাগানের ৪২২ দশমিক ৯৬ একর দেবোত্তর সম্পত্তি দখল করেন রাগীব আলী।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer