Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

যৌন হয়রানিবিরোধী তহবিলে এমার ১০ লাখ পাউন্ড

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩১, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ১০:১০, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

প্রিন্ট:

যৌন হয়রানিবিরোধী তহবিলে এমার ১০ লাখ পাউন্ড

ফাইল ছবি

ঢাকা : ব্রিটিশ অভিনেত্রী ও জাতিসংঘের শুভেচ্ছা এমা ওয়াটসন যৌন হয়রানির বিরুদ্ধে প্রচার তহবিলে ১০ লাখ পাউন্ড দান করেছেন।

কর্মস্থলে যৌন হয়রানির শিকার হওয়া নারীদের আইনি সহায়তা দিতে এ তহবিল গঠন করা হয়েছে। এ জন্য ২শরও বেশি ব্রিটিশ এবং আইরিশ অভিনেত্রী একটি খোলা চিঠিতে স্বাক্ষর করার পর হ্যারি পটারখ্যাত এমাওয়াটসন এ অনুদান দিলেন। দি অবজারভার পত্রিকায় প্রকাশিত ওই খোলা চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন এমা থম্পসন, কেইরা নাইটলি ও এমা ওয়াটসনের মতো তারকারা।

রোববার রাতে লন্ডনে বাফটা অ্যাওয়ার্ডস আসর বসছে। যৌন হয়রানির প্রতিবাদ জানাতে তারকারা এদিন লাল গালিচায় কালো পোশাক পরে হাজির হবেন। এর আগেও বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কালো পোশাক পরেছিলেন তারা।

খোলা চিঠিতে স্বাক্ষরকারী নারীসহ ১৬০ জনের একটি সংগঠন, যার মধ্যে দাতব্য কর্মীসহ অন্যান্য আন্দোলনকর্মী, শিক্ষক ও পণ্ডিত ব্যক্তিরা আছেন, তারা সবাই মিলে যৌন হয়রানির শিকার হওয়াদের সহায়তা করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য গড়ে তুলেছেন নতুন প্রচার তহবিল। এমা ওয়াটসনসহ আরও অনেক তারকাই এ তহবিলে অনুদান দিয়েছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer