Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

মুক্ত হওয়ার এক মাস পর ইরাকে আইএসের হুমকি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৯, ১৮ জানুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মুক্ত হওয়ার এক মাস পর ইরাকে আইএসের হুমকি

ঢাকা : ইসলামিক স্টেট গ্রুপ নিয়ে বাগদাদের বিজয় ঘোষণার এক মাস পর ইরাকের বিশেষ করে সিরিয়ার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা এখন আবার তারা দখলে নিতে পারে। বিশেষজ্ঞ ও কর্মকর্তারা একথা জানান।

আধা-সামরিক শাখা হাশেদ আল-শাবি’র কমান্ডার আলী আল-বয়াতি জানান, ইরাকের উত্তরাঞ্চলীয় নিমরুদ অঞ্চল যেকোন সময় আইএস জঙ্গিরা দখল করে নিতে পারে, কারণ সেখানে নিরাপত্তা ব্যবস্থা অনেক দূর্বল।

গত জুলাই মাসে বাগদাদ কর্তৃপক্ষ অনেক ঘটা করে ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুলের পার্শ্ববর্তী এ অঞ্চল জঙ্গি মুক্ত ঘোষণা করে।

বয়াতি জানান, এরপর থেকেই সিরিয়ার সীমান্তবর্তী মরুভূমি এলাকায় পালিয়ে যাওয়া আইএস যোদ্ধারা নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা শুরু করে।

মসুল থেকে বিতাড়িত হওয়ার আগেই বিভিন্ন পাহাড়ি গুহা ও পরিখায় জিহাদিরা অস্ত্র এবং খাদ্যের মজুদ গড়ে তোলে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer