Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হতে পারেন সু চি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ০১:২৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

প্রিন্ট:

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হতে পারেন সু চি

ঢাকা : মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি বলেছেন, রাখাইনে রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হতে পারেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি।

রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর সব আলামত এমনটাই ইঙ্গিত দিচ্ছে বলে জানান ইয়াংহি লি।

বৃহস্পতিবার যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন চ্যানেল ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন লি। তিনি বলেন, ওই নিপীড়নে জড়িত থাকা কিংবা কোনো ভূমিকা না রাখার পুরোটা দায় সু চির।

সাক্ষাতকারে লি আরো দাবি করেন, পরিকল্পিত গণহত্যার তদন্ত করতে গেলে তাঁকে একাধিকবার মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিল। রোহিঙ্গাদের জাতিগত পরিচয় মুছে ফেলার অংশ হিসেবে সেখানে গণহত্যা চালানো বলে জানান তিনি।

বিশেষ দূত আরো বলেন, কাউকে গণহত্যায় অভিযুক্ত করতে হলে আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হয়। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ থেকে নিরাপদ রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় বলেও মনে করেন তিনি। বর্তমানে দেশটিতে প্রবেশে ইয়াংহি লির উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে মিয়ানমার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer