Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৪ ১৪৩১, বৃহস্পতিবার ০৯ মে ২০২৪

মঙ্গলবার শুরু হচ্ছে পারফরম্যান্স আর্ট সপ্তাহ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০২:২৭, ২৭ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০২:৫৭, ২৭ ডিসেম্বর ২০১৬

প্রিন্ট:

মঙ্গলবার শুরু হচ্ছে পারফরম্যান্স আর্ট সপ্তাহ

ঢাকা : বেঙ্গল ফাউন্ডেশন এর ভিস্যুয়াল আর্ট বিভাগ আয়োজিত পারফরম্যান্স আর্ট সপ্তাহ শুরু হচ্ছে মঙ্গলবার। এদিন বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসে বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে এ আর্ট সপ্তাহ উদ্বোধন করা হবে । ২০ জন শিল্পীর অংশগ্রহণে এই আয়োজন চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

মঙ্গলবার থাকবে পলাশ ভট্টাচার্য, জয়দেব রওজা, জুয়েল এ রব ও হাসনা হেনা পরশের পরিবেশনা। পলাশ ভট্টাচার্য তার পারফরম্যান্স “মার্কড” এর মাধ্যমে দেখাতে চান মানুষের দৈনন্দিন জীবনের কিছু অব্যাক্ত প্রতিক্রিয়া যেখানে তিনি শারীরিক ভঙ্গিমার সাথে যোগ করবেন কিছু প্রাত্যহিক জীবনের ব্যাবহারিক বস্তু।

শিল্পের এই অঙ্গনে একজন পরিচিত নাম জয়দেব রওজা পারফরম্ করবেন “প্রজন্ম কল্পদ্রুম ও অনুদ্রুম”। খাগড়াছড়িতে জন্ম নেওয়া এই শিল্পীর বেশির ভাগ কাজই পার্বত্য চট্টগ্রাম এলাকার আদিবাসীদের সংস্কৃতি ও জীবন প্রবাহের বিভিন্ন বিষয় ঘিরে আবর্তিত হয়।

শিল্পী জুয়েল এ রবের পারফরম্যান্স “ইটারনাল মোমেন্টসঃ নাম্বনেস” এর বিষয়বস্তু মানব শরীরের বিভিন্ন অভিব্যাক্তি এবং সেইসাথে বস্তুর সম্পর্ক। হাসনাহেনা পরশের “ আই হ্যাভ টু রান; আই ডোন্ট নো হাউ টু স্টপ” দিয়ে আগামীকালের অনুষ্ঠান শেষ হবে।

অন্যান্য অংশগ্রহণকারী শিল্পীরা হলেনঃ সরকার নাসরীন টুনটুন, নাজিয়া আন্দালীব প্রিমা, অর্পিতা সিংহ লোপা, ইফাত রেজওয়ানা রিয়া, সনদ কুমার বিশ্বাস, সুমনা আক্তার, ঋতু সাত্তার, নীলুফার চমন, ওয়ালী জাফ, মেহেরুন আক্তার, অতীশ সাহা, ইমরান সোহেল, আফসানা শারমীন, ফারাহ নাজ মুন, সঞ্জয় চক্রবর্তী এবং অসীম হালদার সাগর। একটি উন্মুক্ত আহবানের মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র থেকে এই শিল্পীরা নির্বাচিত হন।

বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টস, ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কট এবং জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠ- বেঙ্গল ফাউন্ডেশন-এর তিনটি ভেন্যুতে চলবে এই আয়োজন ৩০ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত।
পারফরম্যান্স আর্ট সপ্তাহের মধ্য দিয়ে এই শিল্প মাধ্যমটির বহুমাত্রিক দিক তুলে ধরার প্রয়াস করা হবে বিভিন্ন পারফরম্যান্স, আলোচনা ও প্রদর্শনী আয়োজনের মাধ্যমে। সেই সাথে বাংলাদেশের সমসাময়িক শিল্প চর্চায় নতুন এই মাধ্যমের ভূমিকাকে আবিষ্কার করাও এই আয়োজনের একটি মূল উদ্দেশ্য।

পারফরম্যান্স আর্ট সপ্তাহের শেষে ২০ জন শিল্পীর কাজ নিয়ে প্রায় দুই মাস ব্যাপী প্রদর্শনী শুরু হবে ৬ জানুয়ারি ২০১৭ । শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম এবং শিল্প সমালোচক আবুল মনসুর যৌথ ভাবে “এফিমেরাল : পেরেনিয়াল” শীর্ষক এই প্রদর্শনী উদ্বোধন করবেন ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কট-এ ।

প্রদর্শনীটি বেঙ্গল ফাউন্ডেশন এর ভিস্যুয়াল আর্ট বিভাগের একটি নিরীক্ষামূলক আয়োজন যেখানে পারফরম্যান্স আর্টের মত একটি জটিল শিল্প মাধ্যমকে কিভাবে সংরক্ষণ ও অর্থপূর্ণ ভাবে প্রদর্শন করা যায় সে বিষয় নিয়ে আলোচনা এবং পর্যালোচনা করা হবে। প্রদর্শনী চলবে ২৫শে ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত একইসাথে দুইটি ভেন্যুতে- জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠ এবং ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কট ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer