Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

‘ভোট কারচুপি বন্ধ হবে বলেই বিএনপি ইভিএম বাতিলের দাবি জানিয়েছে’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৬, ২৩ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘ভোট কারচুপি বন্ধ হবে বলেই বিএনপি ইভিএম বাতিলের দাবি জানিয়েছে’

ঢাকা : বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে নির্বাচন চায় না বিএনপি।

কারণ তারা ভোট কারচুপি ও জালিয়াতিতে বিশ্বাস করে। আর ভোট কারচুপি করতে পারবে না বলেই তারা এই পদ্ধতি বাতিলের দাবী জানিয়েছে।

তিনি মঙ্গলবার সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

হানিফ বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থেই আইন অনুযায়ী গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ।

২০১৫ সালের ৫ জানুয়ারীর পর থেকে বিএনপির গুলশান কার্যালয় থেকে জ¦ালাও পোড়াও’র ডাক দিয়ে বাস পুড়িয়ে এবং মানুষ পুড়িয়ে হত্যা করেছে। তাই বিএনপি জোরগলায় কোন কিছু বলার অধিকার রাখে না।

এসময় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সাধারন সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer